ওসির সঙ্গে এএসআইয়ের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৬ জানুয়ারি ২০১৮

চট্টগ্রামের ফটিকছড়ি থানা পুলিশের ওসি জাকের হোসেন ও এএসআই মোহাম্মদ সাহাবুদ্দিনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ফটিকছড়ি থানা অভ্যন্তরে একটি সভা চলাকালে এ ঘটনা ঘটে।

ঘটনা জানাজানি হওয়ার পর শনিবার ফটিকছড়ি থানা পরিদর্শন করেছেন হাটহাজারী সার্কেটের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ।

বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, থানা অভ্যন্তরে একটি সভা চলাকালে ওসির সঙ্গে এএসআই’র উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে থানার অন্যান্য অফিসাররা এসে তাদের শান্ত করে।

তিনি আরও বলেন, তাদের বেশ ভালোই বাক্য বিনিময় হয়েছে। তবে কোনো হাতহাতির ঘটনা ঘটেনি। সাহাবুদ্দিনকে থানা থেকে বদলি করা হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশিত বিশেষ অভিযান পরিচালনার জন্য বৈঠকে বসেছিলেন পুলিশ সদস্যরা। এ সময় ওসি জাকের হোসাইনের সঙ্গে এএসআই মো. সাহাবুদ্দিনের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। পরে তাদের শান্ত করেন উপস্থিত অন্য কর্মকর্তারা।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।