গভীর রাতে প্রেমিকার বাড়িতে প্রেমিক, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০৬ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

গভীর রাতে প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে গিয়ে প্রতিবেশীদের হাতে ধরা পড়লেন এক প্রেমিক। সিলেটের জকিগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর এলাকাবাসীর সহযোগিতায় ওই প্রেমিক যুগলের বিয়ে সম্পন্ন করেছে পুলিশ। শুক্রবার ৩ লাখ টাকা কাবিননামায় এ বিয়ে সম্পন্ন করেন জকিগঞ্জ থানা পুলিশের ওসি হাবিবুর রহমান হাওলাদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট জকিগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের মেয়ে সালমা বেগমের (১৯) সঙ্গে পার্শ্ববর্তী এলাকা সোনাসার গ্রামের বাসিন্দা আতাউর রহমানের ছেলে জাকির হোসেনের (২৫) ৩ বছর থেকে ভালোবাসার সম্পর্ক চলছিল।

বৃহস্পতিবার রাতে প্রেমিক জাকির হোসেন তার প্রেমিকা সালমার বাড়িতে গেলে স্থানীয়রা তাদের আটক করে। এরপর স্থানীয়রা জাকির ও সালমার মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে জানলে তাদের বিয়ে দিতে চাইলে প্রেমিক-প্রেমিকা রাজি হয়ে যান।

তবে সমস্যা তৈরি হয় দেনমোহর নিয়ে। এটি তর্কবির্তক পর্যন্ত গড়ায়। এমন পরিরিস্থিতি সৃষ্টি হলে এলাকাবাসী প্রেমিক যুগলকে জকিগঞ্জ থানায় নিয়ে যায়।

পরে প্রেমিক-প্রেমিকার পরিবারের উপস্থিতিতে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার উভয় পরিবারের সম্মতিক্রমে ৩ লাখ টাকা দেনমোহর ধার্য করে কাজী ঢেকে জাকির ও সালমার বিয়ে পড়িয়ে দেন। বিয়েতে স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।