সাভারে মরা গরুর মাংস বিক্রি, আটক ২

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৬ জানুয়ারি ২০১৮

সাভারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে সাভার কাঁচা বাজারের রাজু গোস্ত বিতান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কালাম (৩২) ও ওমর ফারুক (৩৫) ।

পুলিশ জানায়, সকালে মরা গরু কেটে বিক্রি করার সময় স্থানীয়রা দু’জনকে আটক করে পুলিশে খবর দেয়। এ সময় দোকান মালিক রাজু পালিয়ে যায়।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আল-মামুন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।