বেলকলি আর সেল বাহাদুরের ঘরে নতুন অতিথি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:১১ পিএম, ০৫ জানুয়ারি ২০১৮

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে শুক্রবার সকালে বেলকলি আর সেল বাহাদুরের ঘরে এক মাদি শাবক জন্ম নিয়েছে।

এনিয়ে সাফারি পার্কের আবদ্ধ পরিবেশে দ্বিতীয় বারের মতো হাতি সন্তান জন্ম দিলো। আর সেল বাহাদুর দ্বিতীয় বারের মতো বাবা হলো।

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ওই শাবকটির জন্ম হয়। গত বছরের ২৭ আগস্ট মুক্তিরাণী ও সেল বাহাদুর প্রথম মাদি শাবক বনমাধুরীর জন্ম দেয়। এ নিয়ে সাফারি পার্কে হাতি পরিবারে মোট সদস্য সংখ্যা দাঁড়াল আটটিতে।

সাফারি পার্কের বণ্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে হাতি বেষ্টনিতে বেলকলি তার ওই বাচ্চা প্রসব করেছে। বর্তমানে বেলকলি ও তার বাচ্চা সুস্থ রয়েছে। দুই শাবকসহ আটটি হাতির মধ্যে ২টি পুরুষ ও ৬টি মাদি হাতি রয়েছে।

সাফারি পার্কে ২০১৩ সাল থেকে ২০১৫ সালের মধ্যে আনা এশিয়াটিক হাতির মধ্যে ২টি পুরুষ ও ৪টি মাদি হাতি ছিল। বাচ্চাটিসহ মা হাতিটিকে আলাদা করে রাখা হয়েছে। যাতে মা ও শাবকটিকে দর্শনার্থীরা বিরক্ত না করে তার জন্য দর্শনার্থীদের তাদের বেষ্টনির কাছে যেতে দেয়া হচ্ছে না।

পার্কের ভেটেরিনারি সার্জন মো. নিজাম উদ্দিন চৌধুরী জানান, নতুন বাচ্চাটি জন্মের ২৫-৩০ মিনিটের মধ্যে ওঠে দাঁড়িয়েছে। জন্মের সময় শাবকের ওজন ৫৫ কেজি হয়েছে। তিন-চার বছর পর্যন্ত হস্তিশাবকরা মায়ের দুধপান করে থাকে। তবে এক বছর পর থেকে দুধের পাশাপাশি অন্য খাবার চেষ্টা করে। মা হাতিটি জন্মের পর হিংস্র হয়ে উঠে। বাচ্চার কাছে কাউকে ভিড়তে দেয় না।

প্রসূতি মা হাতির কথা বিবেচনা করে তার খাবার তালিকায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতিদিন খাবার তালিকায় ৪০ কেজি গাজর, ২০ কেজি মিষ্টি কুমড়া, ৪০ কেজি আখ, ২০০ কেজি কলা গাছ, ১০০ কেজি সবুজ ঘাস ও ৫ কেজি আতপ চালে জাউ ভাত দেয়া হচ্ছে। নতুন এ শাবকটির নাম মায়ের সঙ্গে মিল রেখে ফুলকলি রাখার প্রস্তাব করা হবে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।