ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৫ জানুয়ারি ২০১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে আমিরাবাদ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর ৪টা থেকে এ যানজট দেখা যায়।

কুমিল্লা হাইওয়ে পুলিশের ট্রাফিক ইনস্পেক্টর জিয়া আলম বলেন, মেঘনা গোমতী সেতুর টোল প্লাজার ওজন পরিমাপক যন্ত্রে ধীরগতি, মেঘনা গোমতি সেতু এলাকার নদী বন্দরে বালুবাহী ট্রাকের উল্টো পথে চলাচল, মালবাহী কাভার্ড ভ্যানের ইচ্ছেমতো চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে কুমিল্লা হাইওয়ে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

ঢাকা থেকে কুমিল্লাগামী বাসের যাত্রী রিয়াদ উদ্দীন বলেন, চাঁদপুর থেকে বাসে উঠে দাউদকান্দি পর্যন্ত আসতে যানজটের কারণে এক ঘণ্টার পথ অতিক্রম করতে দুই ঘণ্টা সময় লেগেছে।

এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।