ছোট ইট বানিয়ে প্রতারণা, ৪ মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৩ জানুয়ারি ২০১৮

উৎপাদিত ইট নির্ধারিত সাইজের চেয়ে ছোট হওয়ায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার বরিশালের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের দুই সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া এবং সুমি রানী মিত্র ক্যাব (কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ) নেতৃবৃন্দ ও র্যাবের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন।

Barisal

বরিশাল ক্যাবের সদস্য মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, সরকারি বিধি অনুযায়ী প্রতিটি ইটের দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার, প্রস্থ্য ১১.৫০ সেন্টিমিটার এবং উচ্চতা ৭ সেন্টিমিটার থাকা উচিত। কিন্তু বাবুগঞ্জের সুপার ব্রিকস্, স্টার ব্রিকস্, বেস্ট ব্রিকস্ এবং বাইতি ব্রিকস্ ফিল্ডে তাদের উৎপাদিত ইটের সাইজ তুলানামূলক ছোট।

গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ওই ৪টি ইটভাটায় অভিযান চালায়। এসময় ইট পরিমাপ করে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ৪ ভাটা মালিককে ১ লাখ করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

সাইফ আমীন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।