শ্রীমঙ্গলে বিমান বাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১১:৫৩ এএম, ০৩ জানুয়ারি ২০১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১ হেলিকপ্টার ১৬ জন আরোহীসহ জরুরি অবতরণ করেছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে কারিগরী ত্রুটির কারণে বিজিবি হেলিপ্যাড থেকে ১০০ ফুট দূরে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করা হয়।

halecopter

আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় দুইজন পাইলট উইং কমান্ডার ওমর এবং ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদীসহ সব আরোহী হেলিকপ্টার থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। বৈমানিকসহ সবাই সুস্থ রয়েছেন।

halecopter

এর আগে আজ (বুধবার) সকাল ৯টা ২০ মিনিটে হেলিকপ্টারটি ঢাকার তেজগাঁও থেকে উড্ডয়ন করে।

সৈয়দ এখলাসুর রহমান খোকন/এফএ/আরএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।