ঘোড়াশালে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত প্রাণ গ্রুপের প্রতিষ্ঠাতা


প্রকাশিত: ০৬:৪০ এএম, ১৫ জুলাই ২০১৫

ফুলেল শ্রদ্ধা আর মানুষের ভালোবাসায় চির বিদায় নিলেন দেশের অন্যতম বৃহৎ শিল্প উদ্যোক্তা প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব:) আমজাদ খান চৌধুরী। 

নরসিংদীর ঘোড়াশালে মরহুমের ২য় জানাজা শেষে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষ এ শ্রদ্ধা অর্পন করেন। 

বুধবার সকাল ৮টায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরহুমের প্রতি এ শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজায় উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব:) আমজাদ খান চৌধুরীর বড় ছেলে আজাহার খান চৌধুরী, ছোট ছেলে আহসান খান চৌধুরী, নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য কামরুল আশ্রাব খান পোটন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ, পৌর মেয়র শরিফুল হক, প্রাণ ইন্ডাস্টিজ পার্ক এর জেনারেল ম্যানেজার (জি এম) মো. ফজলে রাব্বি, প্রাণ ফুড এন্ড ফ্যাক্টরির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) জোহর আলী, প্রাণ-আরএফএল পার্ক এর জেনারেল ম্যানেজার (জিএম) কমান্ডার সামসুল আলম, প্রাণ গ্রুপের ডিরেক্টর ইলিয়াস মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের ডিরেক্টর রথিন্দ নাথ পাল ও কামাল হোসেন প্রমুখ।

pran group

বৃহৎ এ শিল্প উদ্যোক্তার জানাজায় প্রাণ-আরএফএল গ্রুপের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ ঘোড়াশাল ও পলাশ উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।  এসময় মরহুমের বেহেস্ত নসিবসহ বিভিন্ন দোয়া করেন।

পলাশ আসনের সংসদ সদস্য কামরুল আশ্রাব খান পোটন বলেন, মরহুম মেজর জেনারেল (অব:) আমজাদ খান চৌধুরী শুধুমাত্র একজন ব্যাবসায়ী ছিলেন না।  তিনি ছিলেন হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরির অগ্রনায়ক।  তার চিন্তা চেতনা ছিল ভিন্ন,যার ফলে নরসিংদীসহ সারাদেশের মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে গেছেন।  

সঞ্জিত সাহা/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।