গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩


প্রকাশিত: ০৬:০৬ এএম, ১৫ জুলাই ২০১৫

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে বলে জানা গেছে। বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে জিরানী এলাকায় দুই যুবক এবং মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলার একটি আঞ্চলিক সড়কে এক যুবক নিহত হয়।

জিরানী এলাকায় নিহত দুই যুবকের পরিচয় পাওয়া যায় নি। হাইওয়ে পুলিশ ধারণা করছে নিহতরা পোশাক শ্রমিক এবং বাস থেকে পড়ে তাদের মৃত্যু হয়েছে।

এ দিকে শ্রীপুরে নিহত যুবকের নাম কফিল উদ্দিন (২২)। তার বাড়ি শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড এলাকায়।

কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি আবু দাউদ জানান, গাজীপুরে জিরানী এলাকায় বাস থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নিহতদের লাশ উদ্ধার করা হয়। তাদের বয়স আনুমানিক ২৫ বছর।  তিনি জানান, ধারণা করা হচ্ছে এরা ওই এলাকার কোনো গার্মেন্টেসে চাকরি করত।

অন্যদিকে শ্রীপুর থানার  ডিউটি অফিসার এস আই মুজিবুর রহমান জানান, মঙ্গলবার রাত পৌঁনে একটার দিকে  শ্রীপুরের মাওনা-শিমলাপাড়া সড়কের পিয়ার আলী কলেজের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মুরগিবাহি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই কফিল উদ্দিন মারা যায়।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মুরগিবাহি গাড়িটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।
                    
মো. আমিনুল ইসলাম/এসকেডি/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।