সিদ্ধিরগঞ্জে টেক্সটাইল কারখানায় আগুন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক (সিদ্ধিরগঞ্জ) নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:০৮ পিএম, ০১ জানুয়ারি ২০১৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২নং ঢাকেশ্বরী এলাকায় একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে।

সোমবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার ইব্রাহীম টেক্সটাইল নামে একটি কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। রাত ৯টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, বয়লারের লুভ অয়েল ছড়ানো ছিল। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, আমাদের দু’টি ইউনিট, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এবং ইপিজেডের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

তবে ফ্যাক্টরিটির উন্নয়ন কমকর্তা তপন সাহা বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে বলে জানান। এতে ফ্যাক্টরির গোডাউনের অধিকাংশ কাপড় পুড়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) আব্দুর সাত্তার জানান, প্রাথমিকভাবে জানা গেছে বয়লার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড ঘটেছে।

হোসেন চিশতী সিপলু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।