খুলনার ৭ পাটকলে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু


প্রকাশিত: ১১:০৪ এএম, ১৪ জুলাই ২০১৫
ফাইল ছবি

ঈদের আগে সরকারি কল-কারখানার শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-মজুরি ও বোনাস প্রদানের কথা থাকলেও খুলনা অঞ্চলের রাষ্ট্রায়াত্ত সাতটি পাটকলের শ্রমিকরা তা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন।

বাংলাদেশ রাষ্ট্রায়াত্ব জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন মঙ্গলবার দুপুর ২টায় ক্রিসেন্ট জুট মিলের সিবিএ কার্যালয়ের এক সভা থেকে এ ধর্মঘটের ডাক দেন।

এসময় তিনি বলেন, চলতি মাসের প্রথম দিকে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিকের সঙ্গে ঐক্য পরিষদের বৈঠক হয়। বৈঠকে মন্ত্রী ঈদের আগে সব বকেয়া পরিশোধের আশ্বাস দেন। কিন্তু মন্ত্রীর সে আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় আমরা এ ধর্মঘটের ডাক দিয়েছি।

অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, আলীম, ইস্টার্ন জুটমিল এবং যশোরের জেআই ও কার্পেটিং জুটমিলে উৎপাদন বন্ধ রয়েছে।

আলমগীর হান্নান/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।