ফিরতি টিকিট : দিনাজপুর টু ঢাকা


প্রকাশিত: ১০:৫৩ এএম, ১৪ জুলাই ২০১৫
ফাইল ছবি

ঈদের ছুটিতে রাজধানী ঢাকা ছেড়ে নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। এদিকে রাজধানীর বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প কলকারখানা ছুটি ঘোষণা করায় ইতোমধ্যে এলাকায় যেতে শুরু করেছেন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। এ কারণে প্রতিদিন ফাঁকা হচ্ছে মানুষে ভরপুর ঢাকা শহর। এলাকায় ফিরেই এসব মানুষ ব্যস্ত হয়ে উঠেছেন ফিরতি টিকেট সংগ্রহের জন্য।

ফিরতি টিকেট নিয়ে আমাদের আজকের আয়োজন দিনাজপুর জেলা নিয়ে। সেখান থেকে বিস্তারিত জানিয়েছেন জাগো নিউজের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন।

দিনাজপুরে বাড়তি দামেও পাওয়া যাচ্ছে না ঈদের পর ঢাকাগামী যাত্রীবাহী বাসের আগাম টিকেট। আগামী ২৬ জুলাই পর্যন্ত ঢাকাগামী সব গাড়ির আগাম টিকেট বিক্রি শেষ হয়ে গেছে। কাউন্টারগুলোতে বড় বড় অক্ষরে লিখা রয়েছে ২৬ তারিখ পর্যন্ত কোনো টিকেট নেই।

বর্তমানে জেলা শহর থেকে প্রতিদিন ৬৫ থেকে ৮০টি কোচ ঢাকার উদ্দেশ্যে দিনাজপুর ছেড়ে যায়। এসবের মধ্যে হানিফ, শ্যামলী ও নাবিল কোচের সংখ্যায় বেশি। এছাড়াও বাবলু এন্টারপ্রাইজ, হক এন্টারপ্রাইজ, টাইম লাইন, আলিফ পরিবহন, ধান শিড়ি, রাহবার এবং কেয়া পরিবহনও দিনে বেশ কিছু গাড়ি ছাড়ে। ঈদের পর এসব গাড়ির সংখ্যা বাড়বে বলে পরিবহন ব্যবসায়ীরা জানিয়েছেন।

দিনাজপুর আন্তঃজেলা কোচ সম্বনয়কারী সৈয়দ শওকত আলী তোতা বলেন, শুধুমাত্র দিনাজপুর জেলায় ঈদের সময় কালো বাজারে কোনো টিকেট বিক্রি হয়না। চলতি জুলাই মাসের সব টিকেট বিক্রি হয়ে গেছে। আমরা ঈদের পর ১০ দিন পর্যন্ত ৭০০ থেকে ৮৫০ টাকা দরে আগাম টিকেট বিক্রি হয়ে গেছে। ঈদ উপলক্ষে নতুন গাড়ি খুব বেশী সংযুক্ত হবেনা।

দিনাজপুর হতে ঈদের পরবর্তী ৭ দিন যে সকল কোচ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তাদের সময় নিচে দেওয়া হলো।

হানিফ এন্টারপ্রাইজ : দিনাজপুর হতে ভোর সাড়ে ৬টা, সকাল ৭টা, ৮টা, ৯টা, বেলা সোয়া ১০টা, ১১টা, দুপুর সাড়ে ১২ টা, দুপুর ২টা, রাত সাড়ে ৮টা, ৯টা, সাড়ে ৯টা, সাড়ে ১০টা, ১১টা, সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। টিকিটের মূল্য-৭০০ থেকে ৮৫০ টাকা। যোগাযোগ: দিনাজপুর কাউন্টার ০১৭১৮-০০০২৮২।

নাবিল এন্টারপ্রাইজ : দিনাজপুর থেকে সকাল পৌনে ৭টা, ৮টা, সোয়া ৯টা, ১০টা, সাড়ে ১০টা, দুপুর ১টা, আড়াইটা, রাত সাড়ে ৮টা, ৯টা, সাড়ে ৯টা, ১০টা, সাড়ে ১০টা, ১১ টা, সাড়ে ১১টা ও ১২টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। টিকিটের মূল্য-৮৫০ টাকা। যোগাযোগ: দিনাজপুর কাউন্টার ০১৮২০-৫২৯১৯২

শ্যামলী পরিবহন : দিনাজপুর থেকে সকাল ৭টা, সাড়ে ৮টা, ৯টা, দুপুর ১২টা, রাত সাড়ে ৮টা, পৌনে ৯টা, ৯টা, ১০ টা ও ১১টায় ছাড়বে। টিকিটের মূল্য-৭০০ টাকা। যোগাযোগ: দিনাজপুর কাউন্টার ০১৮১৯-১২০৮৮৪।

বাবলু এন্টারপ্রাইজ : দিনাজপুর থেকে সকালে কোনো গাড়ি নেই।  রাত ১০টা ও সাড়ে ১০টায় দুটি গাড়ি রয়েছে। যা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।  টিকিটের মূল্য-৭০০ টাকা। যোগাযোগ: দিনাজপুর কাউন্টার ০১১৯০-৩৭৬০৫৪।

কেয়া এন্টারপ্রাইজ : রাত ৮টা ও ১০টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। টিকিটের মূল্য-৭০০ টাকা। যোগাযোগ:  কাউন্টার ০১৭২৩-৮৬১২০৪।

এছাড়া রোজিনা এন্টারপ্রাইজ, রেখা এন্টারপ্রাইজ, হক এন্টারপ্রাইজ, আলিফ এন্টারপ্রাইজ, আরবি ট্রাভেল, মিথিলা এন্টারপ্রাইজ, রাহবার এন্টারপ্রাইজ, সিকদার এন্টারপ্রাইজ, পিংকি এন্টারপ্রাইজ, নাজ এন্টারপ্রাইজ, টাইম লাইন, সাগরিকা এন্টারপ্রাইজ, পদ্মা এন্টারপ্রাইজ, খালেক এন্টারপ্রাইজ, হিমেল এন্টারপ্রাইজ, ইউনাইটেড এন্টারপ্রাইজ, রাজিব এন্টারপ্রাইজ ও মিম এন্টারপ্রাইজের সকাল ও সন্ধ্যায় একটি করে গাড়ি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।