বগুড়ায় কাভার্ডভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বগুড়া
প্রকাশিত: ১১:২১ এএম, ০১ জানুয়ারি ২০১৮
ছবি-প্রতীকী

বগুড়ার শাজাহানপুর উপজেলায় কার্ভাডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫জন। সোমবার বিকলে ৩টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক নীলফামারীর সৈয়দপুর উপজেলা সদরের সেলিম ভূঁইয়া (৪৫), শেরপুর উপজেলার সদরের আলতাফ হোসেনের মেয়ে মাহী (২৩), একই উপজেলার উলিপুর এলাকার মাসুদের মেয়ে মিথিলা (২০) ও রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. সাজু (৩৪)।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়াগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-১৫-১৪৯৫) উক্ত স্থানে পৌঁছালে বিপরীতমুখী অপর একটি যাত্রীবাহী বাসের (বগুড়া-ব-৪৬৬৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।