ময়মনসিংহে দুই হাজার সরকারি বই উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৭:৪৪ এএম, ০১ জানুয়ারি ২০১৮

ময়মনসিংহে বিপুল পরিমাণ সরকারি বই উদ্ধার করেছে ডিবি পুলিশ। রোববার রাতে ময়মনসিংহের সদর উপজেলার কালিকাপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় একটি মুদি দোকান থেকে প্রায় দুই হাজার পিস সরকারি বই উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বইগুলো ষষ্ঠ থেকে নবম শ্রেণির। ওই দোকান মালিক মোহাম্মদ ইসরাফিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বইগুলো বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে আছে। এগুলো কোন স্কুলের বই এবং এর সঙ্গে কারা জড়িত তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।

আতাউল করিম খোকন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।