হবিগঞ্জে পুলিশের গুলিতে ‘মাদক সম্রাট’ নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০০ এএম, ০১ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের গুলিতে মাদক সম্রাট খ্যাত ইউনুছ মিয়া নিহত হয়েছেন। এসময় ওই মাদক সম্রাটের ধারালো অস্ত্রের আঘাতে এক দারোগা গুরুতর আহত হয়েছেন। রোববার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের মাগুরউন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে চুনারুঘাট থানার দারোগা আতাউর রহমান কনস্টেবল নিয়ে ওই গ্রামে এক আসামি ধরতে যান। সেখানে একটি ঘরে আসামি আছে সন্দেহে তারা ঢুকে পড়েন। ওই সময় ওই ঘরে ৪ ব্যক্তি মাদক সেবন করছিলেন। তাদের একজন ছিলেন মাদক সম্রাট ইউনুছ মিয়া। তার ধারণা হয় পুলিশ হয়তো তাকে ধরতে এসেছে। তাৎক্ষণিক তিনি একটি ধারালো অস্ত্র নিয়ে ওই দারোগাকে আহত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এসময় এসআই আতাউর রহমান নিজের পিস্তল থেকে গুলি ছুড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত ওই পুলিশ কর্মকর্তাকেও উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন সহকারী পুলিশ সুপার রাজু আহমেদ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।