বোমা বানাতে গিয়ে উড়ে গেল যুবকের দুই আঙুল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ১০:০১ এএম, ৩১ ডিসেম্বর ২০১৭

বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি গ্রামে বোমা বানাতে গিয়ে ওই বোমার বিস্ফোরণে মো. রাব্বি (২১) নামে এক যুবকের পুরুষাঙ্গ ও হাতের দু’টি আঙুল উড়ে গেছে।

এ ঘটনায় রাব্বিকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছে থানা পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার রাব্বি উপজেলার উত্তর দেহেরগতি গ্রামের নাসিম মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, শুক্রবার বিকেলে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে রাব্বির পুরুষাঙ্গ ও হাতের দু’টি আঙুল উড়ে যায়।

এরপর রাব্বি গোপনে রহমতপুর বাজারের চিকিৎসক আব্দুল হান্নানের মাধ্যমে চিকিৎসা নেন। বিষয়টি জানতে পেরে গত শনিবার রাতে নিজ বাড়ি থেকে রাব্বিকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় ওদিন রাতে এসআই তাজুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে রাব্বির বিরুদ্ধে মামলা করেন। রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। সেখানে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জাবানবন্দি দেয়ার কথা রয়েছে তার।

সাইফ আমীন/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।