৩ জমজ বোনের জেডিসি জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:০২ এএম, ৩১ ডিসেম্বর ২০১৭

দিনাজপুরে জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করা তিন জমজ বোন পাস করেছে। জমজ তিন বোনের একসঙ্গে পাস করার খবরে এলাকায় আনন্দের বন্যা বইছে।

ফলাফল প্রকাশের পর মা ফাতেমা বেগম জানান, ছোট মেয়ে মোছা. ফাইমা আকতার সাথী পেয়েছে জিপিএ ৪.৩৩, মোছা. হেনা আফরিন রিভা পেয়েছেন জিপিএ-৩ ও মোছা. লেবেকা তাবাসুম লিজা পেয়েছে জিপিএ-৩.১১। তিন মেয়ে একসঙ্গে জেডিসি পরীক্ষায় পাস করায় খুবই খুশি তারা।

দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা মহল্লার খুদ্র ব্যবসায়ী হবিবর রহমান ও ফাতেমা বেগমের জমজ তিন মেয়ে শহরের বালুবাড়ী বালিকা আলিয়া মাদরাসা থেকে এবার জেডিসি পরীক্ষায় অংশ নেয়। সদর উপজেলার নুর জাহান কামিল মাদরাসা কেন্দ্রে তাদের পরীক্ষা হয়।

এ ব্যাপারে পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর সিদরাতুল ইসলাম বাবু বলেন, তিন জমজ বোনের পাসের খবর পেয়ে তাদের বাসায় গিয়েছিলাম। তাদের পাস করার খবর পেয়ে এলাকার মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে।

রিভা, লিজা ও সাথী জানায়, তারা পাস করায় পরিবারসহ এলাকার সবাই অনেক খুশি হয়েছে। তারা আগামীতেও একসঙ্গে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়।

এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।