যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:২৪ এএম, ৩১ ডিসেম্বর ২০১৭
ফাইল ছবি

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিক্প্টারটি মতিউর রহমান বিমান ঘাঁটিতে অবতরণ করে। এরপর তিনি বিমান বাহিনীর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে যোগদানের পর সালাম গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী বিকেল ৩টায় যশোর ঈদগাহ ময়দানে দলীয় জনসভায় বক্তব্য দেবেন। বর্তমান সরকারের মেয়াদে যশোরে এটাই তার প্রথম জনসভা।

বিজ্ঞাপন

জনসভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর মেডিকেল কলেজের একাডেমিক ভবন, কপোতাক্ষ নদ খনন উন্নয়ন কাজসহ দেড় ডজন উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। একইসঙ্গে যশোরের মৃত ভৈরব নদ সংস্কার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল জিমনেসিয়াম ভবন, টিএসসিসহ ডজন খানেক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

মিলন রাহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।