বান্দরবানে ধর্ষণের অভিযোগে আদিবাসী যুবক আটক


প্রকাশিত: ০৪:৪৩ এএম, ১৪ জুলাই ২০১৫

বান্দরবানে এক আদিবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগে মং সিং মারমা (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে থানচির নারিকেল পাড়ায় এ ঘটনা ঘটে। মং সিং উপজেলার ছোট ইয়ারায় চিম্বুপাড়ার বাসিন্দা ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আদিবাসী তরুণী থানচির দুর্গম নারিকেল পাড়ায় বোনের বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যায় পরিবারের সদস্যরা খবর দেয়, তাকে চাকরির আবেদন করার জন্য জরুরি ভিত্তিতে বান্দরবান সদরে যেতে হবে। এসময় কোন গতি না দেখে  রাতেই তরুণী নারিকেলপাড়া থেকে নৌকায় চেপে থানচি সদরে রওনা দেন। পরে নারিকেলপাড়া থেকে নৌকা দু`কিলোমিটার পৌঁছালে নৌকার মাঝি তরুণীকে পাহাড়ের নির্জন এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে ।

এসময় তরুণীর চিৎকারের আশপাশের লোকজন এগিয়ে এসে আদিবাসী যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় । ধর্ষণের অভিযোগ ওই দিন রাতেই পরিবারের সদস্যরা থানচি থানায় মামলা দায়ের করেন।

থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী বলেন, অভিযোগের ভিত্তিতে আদিবাসী যুবককে আটক করা হয়েছে ।

সৈকত দাশ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।