বরিশালে ৬ বিদ্যালয়ের ফল বিপর্যয়, ব্যবস্থা নেবে বোর্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৭

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে ৬টি স্কুলের শিক্ষার্থীরা শতকরা ৩৬ ভাগের নিচে পাস করেছে। বিদ্যালয়গুলোর ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে শিগগিরই বিদ্যালয়গুলো পরিদর্শনে যাবে বরিশাল শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

পাঠদানে অবহেলা বা শিক্ষকদের ক্লাস ফাঁকিসহ কোনো অনিয়ম ধরা পড়লে বিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

শনিবার দুপুর ১টার দিকে চলতি বছরের জেএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম।

ঘোষিত ফলাফলে দেখা যায়, মুলাদি উপজেলার চরলক্ষ্মীপুর বজায়শুলি মাধ্যমিক বিদ্যালয় ৫ জন পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে ৪ জন। একইভাবে ঝালকাঠির রাজাপুর উপজেলার মাথবারি জুনিয়র বালিকা বিদ্যালয়ের ৫ জন পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে ৪ জন, ঝালকাঠি সদর উপজেলার বেগম চানবারু স্কুলে ২০ পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে ১৩ জন, ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিণ চেচড়ি আদর্শ জুনিয়র স্কুলের ১৮ পরীক্ষার্থীর মধ্য ফেল করেছে ১৩ জন, একই উপজেলার রাজাপুর জুনিয়র হাই স্কুলের ২৩ পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে ১৬ জন এবং কাঠালিয়া উপজেলার সোনাউটা সরকারি প্রাইমারি স্কুলের ৪ জন পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে ৩ জন।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক জানান, ফলাফল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে শিগগিরই বিদ্যালয়গুলো পরিদর্শন করা হবে। পাঠদানে অবহেলা বা শিক্ষকদের ক্লাস ফাঁকিসহ কোনো অনিয়ম ধরা পড়লে বিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সাইফ আমীন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।