বর্ধমান বিস্ফোরণ মামলার আসামি বগুড়ায় গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বগুড়া
প্রকাশিত: ০৩:৫৬ এএম, ৩০ ডিসেম্বর ২০১৭
প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণ মামলার অন্যতম আসামি এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেএমবির প্রধান শুরা সদস্য আবু সাঈদ ওরফে কারীম ওরফে তালহা ওরফে শ্যামলকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর এলাকা থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান শহরের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণে দুজন নিহত হন। বাংলাদেশের জেএমবি এই বিস্ফোরণের ঘটনায় মূল হোতা বলে দাবি করেছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

জেএমবি নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, আবু সাঈদ ওরফে কারীম ওরফে তালহা ওরফে শ্যামল দক্ষিণাঞ্চলের জেএমবির প্রধান শুরা সদস্য। সে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বোমা হামলা মামলার অন্যতম আসামি।

তিনি আরও জানান, বগুড়া ডিবি পুলিশ ও পুলিশ সদর দফতরের ইনটেলিজেন্স শাখার যৌথ অভিযানে এই জেএমবি নেতাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, আট রাউন্ড গুলি, একটি চাকু ও একটি রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।