নরসিংদীতে শিশু মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ
নরসিংদীতে শিশু মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শোকসভা করেছেন এলাকাবাসী। এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের এক প্রকৌশলীর বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তোলা হয়। সোমবার বিকেলে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গনে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নরসিংদী ইসলামীয়া হাসপাতালের পরিচালক পারভেজ আহম্মেদ ও স্থানীয় ব্যবসায়ী মোরশেদ মিয়া। গত ৮ জুলাই হাসপাতালের পেছনে পানিতে ডুবে ৪ বছর বয়সী শিশু সামিয়া মালীহা রাইসার মৃত্যু হয়।
বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পেছনের নিরাপত্তা প্রাচির ভেঙে পড়ে যায়। এতদিন ধরে সীমানা প্রাচীর ভেঙে গেলেও জনস্বাস্থ্য প্রকৌশলে অধিদফতরের সহকারী প্রকৌশলী আব্দুল হান্নান হাসপাতালের সীমানা প্রাচীরটি মেরামত করেননি। এরই মধ্যে গত ৮ জুলাই হাসপাতালের চিকসৎক ডা. আব্দুল সাত্তারের শিশু সন্তান রাইসা খেলার সময় হাসপাতালের ভাঙ্গা সীমানা প্রাচীরের দিকে চলে যায়। এসময় হাসপাতালের পেছনের ডোবায় পড়ে তার মৃত্যু হয়।
বক্তারা আরো বলেন, একাধিকবার স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশলে অধিদফতরে অভিযোগ করার পরও তারা ভেঙ্গে যাওয়া সীমানা প্রাচীর মেরামত করেননি। যদি সময় মতো প্রাচীর মেরামত করা হতো তাহলে রাইসার করুণ মৃত্যু হতো না।
বিক্ষোভ শেষে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা রাইসার অকাল মৃত্যুতে শোক সভা পালন করেন। এসময় সিভিল সার্জন ডা. পুতুল রায়, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিজানুর রহমান অন্যান্য চিকিৎসক উপস্থিত ছিলেন। শোক সভায় সিভিল সার্জন বলেন, এখানে কর্মরত জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সঞ্জিত সাহা/এমজেড/এমআরআই