দরিদ্রদের মাঝে চাল বিতরণ করলেন ডেপুটি স্পিকার


প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৩ জুলাই ২০১৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তসহ অতিদরিদ্রদের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সোমবার সাবেক উপজেলা পরিষদ চত্বরে গজারিয়া ইউনিয়নের ৩ হাজার ৬০টি পরিবারের মাঝে ১০ কেজি করে ৩০ দশমিক ৬০০ মেট্রিক টন এবং ফজলুপুর ইউনিয়নের ৩ হাজার ৫৭৪টি পরিবারের মাঝে ১০ কেজি করে ৩৫ দশমিক ৭৪০ মেট্রিক টন চাল বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আকরাম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকি প্রমুখ।

অপরদিকে, উপজেলার উদাখালী ইউনিয়নেও চার হাজার পাঁচটি পরিবারের মাঝে ১০ কেজি করে ৪০ দশমিক ৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উদাখালী ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী সরকার, ইউপি সচিব মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় জানান, উপজেলায় সাতটি ইউনিয়নে ভিজিএফ কার্ডের মাধ্যমে ২৬ হাজার ১৭১টি পরিবারের মাঝে ১০ কেজি করে বিতরণের জন্য ২৬১ দশমিক ৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। পবিত্র ঈদুল ফিতরের আগেই পর্যায়ক্রমে অতি-দরিদ্রদের মাঝে এসব খাদ্যশস্য বিতরণ করা হবে।

অমিত দাশ/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।