লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩:১১ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৭

লক্ষ্মীপুরে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নুরুল ইসলাম নামে এক মুক্তিযোদ্ধা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামে দুপুরে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন ওই মুক্তিযোদ্ধা।

হাসপাতালে চিকিৎসাধীন নুরুল ইসলাম জানান, মসজিদে নামাজ আদায় করে ফেরার পথে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) গোলাম কবির বাচ্ছুর ভাই ছুটিতে আসা বিজিবি সদস্য মাসুদ, স্থানীয় আবুল কালাম, কামাল ও আরিফসহ ৫-৬ জন দল বেঁধে তার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার বিচার দাবি করেছেন হামলার শিকার মুক্তিযোদ্ধার মেয়ে নিগার সুলতানা।

এদিকে অভিযুক্ত বিজিবি সদস্য মাসুদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ঘটনাটি কেউ আমাকে জানায়নি।

কাজল কায়েস/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।