মান্দায় ৩ ডাকাত আটক
নওগাঁর মান্দা উপজেলায় তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফেরিঘাট নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জেলার রানীনগর উপজেলার বড়বাড়িয়া গ্রামের লাল মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩০), হরিষপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে দুলাল হোসেন (২৮) এবং বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ছাতনী গ্রামের মৃত ইনছের আলীর ছেলে ফেরদৌস হোসেন (২৪)।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফেরিঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সংঘবদ্ধ ১০-১২ জনের একটি ডাকাত দল নাম্বারবিহীন ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ সময় ইসমাইল হোসেন, দুলাল হোসেন ও ফেরদৌস হোসেনকে আটক করা হয়। ওই সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে।
ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।
আব্বাস আলী/আরএআর/পিআর