যুবলীগ নেতার বাড়িতে আ.লীগ নেতার হামলা


প্রকাশিত: ১১:৪৫ এএম, ১৩ জুলাই ২০১৫

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরনবী চৌধুরীর বিরুদ্ধে এক যুবলীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। এসময় নারীসহ ছয়জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। রোববার সন্ধ্যায় সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্থরা জানান, ঘটনার সময় নুরনবী চৌধুরীর নেতৃত্বে একদল যুবক দালাল বাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহাদেবপুর গ্রামের মুরাদ হোসেন বাড়িতে হামলা চালান। এসময় তারা বসত ঘরের মালামাল ভাঙচুর ও কুপিয়ে টিনগুলো ক্ষতিগ্রস্থ করে। তারা মুরাদের আত্মীয় বাবুলের বিল্ডিংয়েরও কয়েকটি গ্লাস ভাঙচুর করেন। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় ওই বাড়ি ও আশপাশের এলাকায় সড়কের ওপর কয়েকজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। আহতরা হলেন, জীবন নেছা, আবদুল মতিন, আলমগীর হোসেন, তাজুল ইসলাম, মো. রাকিব ও বাবুল। তারা লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

যুবলীগ নেতা মুরাদ হোসেন জাগো নিউজকে বলেন, নুরনবী চৌধুরীর নেতৃত্বে কয়েকশ বহিরাগত সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমার বাড়িতে অতর্কিত হামলা চালিয়েছেন। বাড়িতে নারীদেরকেও মারধর করা হয়। পুলিশকে জানিয়েও কোনো ফল আসেনি। বর্তমানে আমরা নুরনবী ও তার লোকজনের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ব্যাপারে সোমবার বিকেলে আওয়ামী লীগ নেতা নুরনবী চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যুবলীগ নেতার বাড়িতে হামলার প্রসঙ্গে কথা বললেই তিনি উত্তেজিত হয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

লক্ষ্মীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জাগো নিউজকে বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।