শিশু রাজন হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন


প্রকাশিত: ১১:৩৬ এএম, ১৩ জুলাই ২০১৫

সিলেটের শিশু রাজন হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সোমবার দুপুরে জেলা শহরের ডিবি রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটে শিশু রাজনকে প্রায় ১৭ মিনিট ধরে পিটিয়ে হত্যা করেছে কয়েকজন পাষাণ্ড। এ নির্মম পৈশাচিক ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। সারাদেশে এ রকম অনেক নির্মম ঘটনা ইতোপূর্বে ঘটেছে। কিন্তু তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সমাজে এ ধরণের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বৃদ্ধি পাচ্ছে। তাই এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নিলুফার ইয়াসমিন শিল্পী, সাধারণ সম্পাদক বজলুর রহমান, পরমানন্দ দাস, মাহবুব আলম মিলন প্রমুখ।

অমিত দাশ/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।