বাগেরহাটে ব্যবসায়ীর টাকা ছিনতাই : আটক ৩


প্রকাশিত: ১১:০৭ এএম, ১৩ জুলাই ২০১৫

বাগেরহাটে ব্যবসায়ীর টাকা ছিনতাই করে পালানোর সময় সদর উপজেলার সিঅ্যান্ডবি বাজারের পালবাড়ী এলাকা থেকে সোমবার সকালে রনি শেখ (২৫), মিলন শেখ (২৩) ও লিটন চৌধুরী (২৮) নামের তিন ছিনতাইকারীকে গনধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন জনতা। এসময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি হাসুয়া দা ও একটি বাজাজ মোটরসাইকেল জব্দ করে বাগেরহাট মডেল থানা পুলিশ।

বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জাগো নিউজকে বলেন, সোমবার ভোরে বাগেরহাট সদর উপজেলার বাদোখালী গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইলে চালক শেখ জামাল উদ্দিন সদরের সদুল­াপুর গ্রামের কামরুল হাসান নামের এক ব্যবসায়ীকে নিয়ে কাটাখালী যাচ্ছিলেন। পথিমধ্যে সিঅ্যান্ডবি বাজার পালবাড়ী এলাকায় পৌঁছালে তাদের গতিরোধ করে সংঘবদ্ধ ছিনতাইকারীরা বেধড়ক মারপিট চালান। এসময় তাদের কাছ থেকে ৫১ হাজার ৩শ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান ছিনতাইকারীরা। পরে স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে মসজিদের মাইকে ছিনতাইয়ের ঘটনা প্রচার করলে এলাকাবাসী ছিনতাইকারীদের ধাওয়া করেন। এসময় উত্তেজিত জনতা ৩ ছিনতাইকারীকে আটক করে গনধোলাই দিলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হন। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি হাসুয়া দা ও মোটরসাইলে জব্দ করে।

এ ঘটনায় তিন ছিনতাইকারী আটক হলেও ছিনতাইকৃত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ছিনতাইকৃত টাকা ও অপর ছিনতাইকারীদের অাটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান। এ ঘটনায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক শেখ জামাল উদ্দিন বাদী হয়ে মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

শওকত আলী বাবু/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।