দুম্বার গোস্ত চুরির সময় ২ জন হাতেনাতে ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৭

নওগাঁয় দুম্বার গোস্ত চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন দুই ব্যক্তি। পরে তাদের জরিমানা ও দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ সার্কিট হাউজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নওগাঁ সদর উপজেলার বাঁচারীগ্রামের আলা উদ্দিনের ছেলে বাবু (৩৬) ও একই গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে সাজাহান (৩৫)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, সৌদিআরব থেকে আসা দুম্বার গোস্ত নওগাঁ সার্কিট হাউজে গাড়ি থেকে বিতরণ করা হচ্ছিল।

বাবু ও সাজাহান নামের ওই দুই ব্যক্তি দুম্বার গোস্ত চুরির সময় হাতেনাতে ধরা পড়েন। পরে ভ্রাম্যমাণ আদালতে তারা নিজেদের ভুল স্বীকার করেন। পরে বাবুকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয় এবং সাজাহানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা একেএম আব্দুল মান্নান ও মুক্তিযোদ্ধা আফজাল হোসেন।

আব্বাস আলী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।