বাগেরহাটের সাবেক এমপি মিয়া আব্বাস আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১১:৪৫ এএম, ২৮ ডিসেম্বর ২০১৭

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সাবেক সংসদ সদস্য ড. মিয়া আব্বাস উদ্দিন (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার কানাডার অটোয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী সেতারা আব্বাস, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মিয়া আব্বাসের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ব্রেইন টিউমার ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। এ অবস্থায় কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

মিয়া আব্বাসের স্ত্রী সেতারা আব্বাস জনান, পরিবারের সবাই কানাডায় বসবাস করায় তাকে সেখানেই দাফন করার সিন্ধান্ত নেয়া হয়েছে।

মিয়া আব্বাস ১৯৮৮ সালে বাগেরহাট-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন । পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দিয়ে দীর্ঘদিন ধরে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন লাভের চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি কানাডায় নাগরিকত্ব নিয়ে সেখানে সপরিবারে চলে যান। সেখানে স্ত্রী, ছেলে-মেয়েসহ বসবাস করায় দেশের রাজনীতি থেকে দীর্ঘদিন দূরে ছিলেন সাবেক এই সংসদ সদস্য।

শওকত বাবু/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।