মাইজদীতে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৭

নোয়াখালীর জেলা শহর মাইজদীর ইসলামিয়া রোডে অগ্নিকাণ্ডে মসজিদসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের মোহামেডান ক্লাবের পেছন থেকে আগুনের সূত্রপাত বলে জানা যায়।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও সিভিল ডিফেন্সের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নোয়াখালী পৌর মেয়র সহিদউল্যা খান সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাবউদ্দিন শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

মিজানুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।