আইনজীবীর বিরুদ্ধে যুদ্ধাপরাধীকে সহায়তার অভিযোগ
হবিগঞ্জে আইনজীবীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আসামিকে সহায়তার অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন তিন গ্রামের বাসিন্দারা। রোববার এ বিষয়ে তারা জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি দিয়েছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জেলার লাখাই উপজেলার মুড়াকরি ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত। মহান স্বাধীনতা যুদ্ধের সময় লিয়াকত আলী ও তার বাহিনী নিরীহ গ্রামবাসীকে হত্যা, নির্যাতন ও বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার চলছে। তার এমন অত্যাচার, নির্যাতন, হত্যা, ধর্ষণের বিচার চায় একই উপজেলার সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত কৃষ্ণপুর গ্রামবাসী।
এদিকে, অভিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই লিয়াকত আলী পালিয়ে গেছেন। এরপর একটি সংবাদপত্রে উল্লেখ করা হয় মুড়াকরি গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট অহিন্দ্র দত্ত রাজাকার লিয়াকতকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেছেন। এমনকি ভারতে পলাতক লিয়াকতের সঙ্গে টেলিফোনে তার যোগাযোগ রয়েছে।
এ খবরে হতবাক ও বিক্ষুব্ধ হয়েছেন সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত কৃষ্ণপুর গ্রামবাসী। তারা বিষয়টির তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন ২ হাজার ৯০ জন গ্রামবাসী।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এআরএ/আরআইপি