ভারত যেতে আগ্রহীদের ৩০ নভেম্বরের মধ্যে ট্রাভেল পাস


প্রকাশিত: ০১:৫১ পিএম, ১২ জুলাই ২০১৫
ফাইল ছবি

ভারতের উপ-হাই কমিশনার সন্দীপ মিত্র বলেছেন, বাংলাদেশের বিভিন্ন ছিটমহলের মধ্যে যারা ভারতে যেতে আগ্রহী তাদের আগামী ১ আগস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে কাগজপত্র ঠিক করা পর তাদের ট্রাভেল পাস দেয়া হবে। রোববার দুপুরে জেলার বোদা উপজেলার শালবাড়ি ছিটমহলের জনগণনা পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, ট্রাভেল পাসের পর তাদের কিভাবে নিয়ে যাওয়া হবে এবং কিভাবে পুনর্বাসন করা হবে তা দুই দেশের সরকার আলোচনার মাধ্যমে ঠিক করবেন।

জনগণনা পরিদর্শনকালে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পঞ্চগড় শাখার সভাপতি মফিজার রহমান, শালবাড়ি ছিটমহলের চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তিনি সদর উপজেলার গাড়াতি ছিটমহলেও জনগণনা পরিদর্শন করেন।

প্রসঙ্গত, গত ৬ জুলাই বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ উদ্যোগে পঞ্চগড়ের বিভিন্ন ভারতীয় ছিটমহলে জনগণনা শুরু হয়। জনগণনার ৬ষ্ঠ দিন শুক্রবার পর্যন্ত সদর উপজেলার সাতটি ছিটমহলের ১৮ জন এবং বোদা উপজেলার ২৩টি ছিটমহলের ৬৩ জন এবং দেবীগঞ্জ উপজেলার ছয়টি ছিটমহলের ৩২৪ জনসহ মোট ৪০৫ জন ছিটমহলবাসী ভারতে বসবাসের কথা বলে ফরম পূরণ করেছেন।

এসব ছিটমহলে নতুনভাবে জন্মসূত্রে ১১০৯ জন ও বৈবাহিক সূত্রে ৪৪৫ অন্তর্ভুক্ত হয়েছেন এবং মৃত্যুজনিত কারণে অথবা এলাকা ছেড়ে যাওয়ায় বাদ পড়েছেন ১৫৮ জন।

২০১১ সালের ভারত-বাংলাদেশ যৌথ জনগণনা অনুযায়ী পঞ্চগড়ের ৩৬টি ছিটমহলের লোকসংখ্যা ছিল ১৯ হাজার ৪৩ জন। আগামী ১৬ জুলাই পর্যন্ত এই গণনা চলবে এবং ২০ জুলাই চূড়ান্ত তালিকা দুই দেশের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।