কেন্দুয়ায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধন


প্রকাশিত: ১২:১৭ পিএম, ১২ জুলাই ২০১৫

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুকুরে বিষ ঢেলে প্রায় ৬ লাখ টাকা মূল্যের মাছ নিধন করেছেন দুর্বৃত্তরা। উপজেলার পাইকুড়া ইউনিয়নের চিটুয়া গ্রামের রাহিত খাঁর পুকুরে শনিবার রাতের কোনো এক সময়ে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, চিটুয়া গ্রামের রাহিত খাঁ তার ৭০ শতক আয়তনের একটি পুকুরে দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছেন। পুকুরে ছোট আকারের বিভিন্ন প্রজাতির মাছসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের মাছ ছিল। রোববার সকালে পুকুরে গিয়ে সব মাছ ভাসতে দেখে পুলিশে খবর দেন পুকুর মালিক রাহিত খাঁ। পুলিশ রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, পুকুর পাড়ে ল্যাপিড নামে বিষ জাতীয় কেমিকেলের একটি বোতল পাওয়া গেছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কামাল হোসাইন/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।