মাগুরায় ২ কেজি স্বর্ণের বারসহ ১ জন গ্রেফতার


প্রকাশিত: ১২:০২ পিএম, ১২ জুলাই ২০১৫

মাগুরা-যশোর সড়কের শতখালি বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মনিন্দ্রনাথ দত্ত (৪৪) নামের এক যাত্রীর ব্যাগ থেকে ২ কেজি ৩শ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করে। চোরাচালানকারী মনিন্দ্রনাথ দত্ত সাতক্ষীরা জেলার তালা থানার জেঠুয়া গ্রামের মৃত নরেন্দ্র দত্তের ছেলে।

মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সংগ্রাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পুলিশ তল্লাশি চালায়। এসময় মনিন্দ্রনাথ দত্তের ব্যাগে সুকৌশলে লুকিয়ে রাখা ২ কেজি ৩শ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় শালিখা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি উপধারায় একটি মামলা হয়েছে।

মো. আরাফাত হোসেন/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।