কক্সবাজারে অপহৃত শিশু চকরিয়ায় উদ্ধার


প্রকাশিত: ১১:৩৮ এএম, ১২ জুলাই ২০১৫

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় অপহৃত শিশু শোয়াইবকে ১২ ঘণ্টা পর চকরিয়ার দিগরপানখালী থেকে উদ্ধার করা হয়েছে। রোববার সকালে র‌্যাব সদস্যরা তাকে উদ্ধার করে। এ সময় অপহরণের অভিযোগে বিপ্লব দাস নামে একজনকে আটক করা হয়।

অপহৃত শোয়াইব শহরের পাহাড়তলী কচ্ছপিয়া পুকুর পাড় এলাকার ফজল করিমের ছেলে। অন্যদিকে আটক বিপ্লব চকরিয়া দিগরপানখালী শচিন্দ্র মহাজনের বাড়ির পরিমল দাসের ছেলে।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহমেদ হোসেন মহিউদ্দিন জানান, শনিবার ইফতারের পর কচ্ছপিয়া পুকুরপাড় এলাকা থেকে শিশু শোয়াইবকে অপহরণ করে নিয়ে যায় বিপ্লব দাস। অপহরণের পর তার পিতার কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

তিনি আরো জানান, শিশুকে ফেরত পেতে পিতা-মাতা বিষয়টি র‌্যাব-৭ কক্সবাজারকে অবহিত করে। অভিযোগ পেয়ে র‌্যাব একটি টিম সকাল সাড়ে ৭টার দিকে চকরিয়ায় বিপ্লব দাসের বাড়িতে অভিযান চালায়। অভিযুক্ত বিপ্লবকে আটকের পাশাপাশি অপহৃত শোয়াইবকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপ্লব দাস ফজল করিমের সঙ্গে টাকা লেনদেনের বিষয়কে কেন্দ্র করে শোয়াইবকে অপহরণ করেছিলেন বলে স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।

সায়ীদ আলমগীর/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।