চাকরি স্থায়ীকরণের দাবিতে কুড়িগ্রামে পুলভুক্ত শিক্ষকদের মানববন্ধন


প্রকাশিত: ১১:০৫ এএম, ১২ জুলাই ২০১৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুলভুক্ত শিক্ষকদের চাকরি স্থায়ীকরণের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধনে পুলভুক্ত শিক্ষকরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা জানান, ২০১১ সালের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী শিক্ষক পদে ২৭ হাজার ৭শ ২০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এর মধ্যে ১২ হাজার ৭শ ১ জন শিক্ষককে নিয়োগ দেয়া হয়। ১৫ হাজার ১৯ জনকে পুলভুক্ত শিক্ষক হিসেবে অপেক্ষমাণ রাখা হয়। কিন্তু দীর্ঘ দিন পেরিয়ে গেলেও পুলভুক্ত শিক্ষকদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি।

অবিলম্বে তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান তারা। এছাড়া পুলভুক্ত শিক্ষকদের মানবেতর জীবনযাপন থেকে মুক্তি দিতে তারা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান।

নাজমুল হোসেন/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।