এমসি কলেজ ছাত্রাবাসে অগ্নিসংযোগ : হাজিরা দিলেন ১০ নেতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৪ ডিসেম্বর ২০১৭

সিলেটের এমসি কলেজের শতবর্ষী ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় সিলেট আদালতে হাজিরা দিয়েছেন স্বেচ্ছাসবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের ১০ নেতা।

রোববার দুপুরে আদালতে উপস্থিত হয়ে এসব নেতা হাজিরা দেন। এর আগে তারা হাইকোর্ট থেকে ৬ মাসের জামিন নেন। দুপুরে তারা সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জমান হিরোর আদালতে হাজিরা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

তিনি জানান, হাজিরা দেয়া সবাই হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। আজ শুধু আদালতের ধার্য তারিখের হাজিরা ছিল। তাই সবাই আদালতে উপস্থিত হয়েছেন।

হাজিরা দেয়া নেতারা হলেন- সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক, বর্তমানে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মহানগর যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক সদস্য সৌরভ দাস, বাবলা, মো. আতিকুর রহমান, মৃদুল কান্তি সরকার এবং মহানগর শ্রমিক লীগের সাবেক সভাপতি আবু সরকার।

উল্লেখ্য, ২০১২ সালের ৮ জুলাই এমসি কলেজ ছাত্রাবাসে দেয়া আগুনে ৪২টি কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় হল সুপার বশির আহমদ বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় ২০১২ সালের ১৩ জুলাই মামলা করেন। পরে এ ঘটনায় আরও দু’টি মামলা হয়। পরবর্তীতে তদন্তে যে ২৯ জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের মধ্যে ১৯ জনই শিবিরকর্মী।

এরা হলেন- লায়েক আহম্মেদ, সিদ্দিক আহম্মেদ ইউসুফ, জহিরুল ইসলাম, আক্তারুল ইসলাম, জসিম উদ্দিন, আসাদুজ্জামান শাহিন, মোহাম্মদ বিন মামুন বুলবুল, আউলাদ, আছরাফ আহমেদ শিপন, নজরুল ইসলাম, অলিউল্লাহ ওরফে ওলিউর রহমান, খুরশেদ আলম, বাছিদ ওরফে আবদুল বাছিদ, আবদুস সালাম, ইমতিয়াজ রফিক চৌধুরী, আবদুল্লাহ ফারুক, কয়েছ ওরফে কয়েছুজ্জামান তালুকদার, আবু রেহান এবং রুবেল।

ছামির মাহমুদ/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।