ময়মনসিংহ জাকাত ট্রাজেডির আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১২ জুলাই ২০১৫
ফাইল ছবি

ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে ২৭ জন নিহতের ঘটনায় প্রতিষ্ঠানের মালিক শামীমসহ ৮ জনকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে ৭ দিনের রিমান্ড চেয়ে পুলিশ শনিবার ময়মনসিংহ ১নং আমলী আদালতে হাজির করা হলে আদালতের বিচারক আহসান হাবিব রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। এ মামলার আসামিরা হলেন, নুরানী জর্দ্দা ফ্যাক্টরির মালিক মোহাম্মদ শামীম তালকদার (৬০), ছেলে হেদায়েত (৩০), ম্যানজার ইকবাল (৪০), আরমান (৩৫), আলমগীর (৩৪), কর্মচারী আসাদুল (৩২), আব্দুল হামিদ (৩৬) এবং গাড়ি চালক পারভেজ (৩৫)।

আতাউল করিম খোকন/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।