নৌকার বিপক্ষে কাজ করায় দুই আ.লীগ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

নওগাঁ ইউপির উপ-নির্বাচনে নৌকা মার্কার বিপক্ষে কাজ করাসহও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শনিবার সন্ধ্যায় এক জরুরি সভায় তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছাবেদ আলী ও যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল বাশার।

নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুজজামান আলম ও সাধারণ সম্পাদক আলহাজ উদ্দিন রাত সাড়ে ৮টায় এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নওগাঁ ইউপির উপ-নির্বাচন।

এ নির্বাচনে দলীয় প্রার্থীর নৌকা মার্কার বিপক্ষে কাজ করা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক জরুরি সভায় তাদের বহিষ্কার করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের হাতে বহিষ্কারের চিঠি পৌঁছে দেয়া হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।