ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ২ পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করতে গিয়ে সদর মডেল থানার দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। শনিবার রাতে পৌরশহরের কাজীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন (৫৫), কনস্টেবল জাহিদ হাসান (২৫) ও গোলাপ মিয়া (৩৮)। আহতরা সকলেই জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রাতে সদর মডেল থানার এসআই দেলোয়ার হোসেন ও কনস্টেবল জাহিদ হাসান কাজীপাড়া মহল্লায় চিহ্নিত ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করতে যান। এসময় সাদ্দামের সহযোগী ও তার পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের উপর হামলা চালান। পুলিশ সদস্যদের রক্ষা করতে গিয়ে গোলাপ মিয়াও আহত হন। পরে আহতদেরকে উদ্ধার জেলা সদর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয়।
তিনি আরো জানান, সাদ্দামের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে সদর মডেল থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর