মোহনগঞ্জে জলমহালের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০২:৩০ এএম, ২৩ ডিসেম্বর ২০১৭

নেত্রকোনার মোহনগঞ্জে জলমহালের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সমাজ-সহিলদের ইউনিয়নের বাবনীর বিলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলের জলমহালের দখলকে কেন্দ্র করে স্থানীয় সোনা মিয়ার ছেলে রতন মিয়া ও পারভেজ মেম্বারের গ্রুপের মধ্যে আগে থেকেই উত্তেজনা চলে আসছিল। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় মোহনগঞ্জের জয়পুর গ্রামের সোনা মিয়ার ছেলে আব্দুস ছালাম (২৮) গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় আহত হন আরও ১০ জন। এদের মধ্যে গুরুতর আহত রতন, কালামসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোহনগঞ্জ থানার কর্তব্যরত পুলিশের এএসআই আনিসুর রহমান জাগো নিউজকে জানান, এ ঘটনায় জয়পুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জুয়েল মিয়া ও মৃত আমীর হোসেনের ছেলে আলমাসকে আটক করেছে পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনসারী জিন্নাত আলী জাগো নিউজকে জানান, স্থানীয় সোনা মিয়ার ছেলে রতন মিয়ার দাবি- তিনি বাবনীর বিলটি সরকারের নিকট থেকে খাস কালেকশনে এনেছেন। অন্যপক্ষের দাবি বিলটি উন্মুক্ত। এ নিয়ে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ লেগে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কামাল হোসাইন/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।