বানারীপাড়ায় ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ১১:০৭ এএম, ২২ ডিসেম্বর ২০১৭

বরিশালের বানারীপাড়া উপেজেলা পৌর মার্কেটে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে অন্তত ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

তারা জানান, শুক্রবার ভোররাতে এতিমখানার শিশুরা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে প্রচার করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। মাইকে খবর পেয়ে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Barisal-Fire-1

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ভোরে পৌর মার্কেটে জুয়ল আহম্মেদের জুয়েলারি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওই আগুন পাশের আরও ৩টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে আগুনে মার্কেটের ৪টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

স্থানীয়রা জানান, আগুনে একটি মেশিনারি পার্টসের দোকান, একটি স্যানেটারি দোকান, একটি সেলুন ও একটি জুয়েলারির দোকান ভস্মীভূত হয়েছে।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, জুয়েলারির দোকানের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে পৌর মার্কেটের ৪টি দোকান পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাইফ আমীন/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।