বাগেরহাটে গৃহবধূকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ১০:৪৫ এএম, ২২ ডিসেম্বর ২০১৭

বাগেরহাটের মোংলায় পারিবারিক কলহের জের ধরে লাইজু বেগম (২২) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের উত্তর বাজিকর খণ্ড গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর নিহত গৃহবধূর স্বামী মহিউদ্দিন মৃধাসহ তার পরিবারের সবাই পলাতক রয়েছে।

মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, নিহত গৃহবধূর গলায় ও শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের আলামত পাওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িত মহিউদ্দিন মৃধাকে আটকে পুলিশের অভিযান চলছে। নিহত লাইজুর সাড়ে ৩ বছরের সংসার জীবনে প্রায়ই তার স্বামীর সঙ্গে কহল লেগে থাকতো বলে পরিবার ও এলাকাবাসী পুলিশকে জানিয়েছে।

শওকত বাবু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।