পতিতা পল্লী থেকে তালাবদ্ধ ৩ নারী উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:৫৮ এএম, ২২ ডিসেম্বর ২০১৭

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতা পল্লীতে অভিযান চালিয়ে ৩ নারী ভিকটিমকে উদ্ধার করেছে ফরিদপুর র‌্যাব-৮। শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের ২নং কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপর মো. রইছ উদ্দিনের নের্তৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে দৌলতদিয়ার পতিতা পল্লীর ফারজানার বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় সেখান থেকে তালাবদ্ধ অবস্থায় ৩ নারীকে উদ্ধার করা হয়। তবে বাড়ির মালিক কৌসলে পালিয়ে যায়।

উদ্ধারকৃত ৩ নারী ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। ভালো বেতনের চাকরির কথা বলে প্রতারক চক্র ৪ বছর অাগে তাদের পল্লীর ফারজানা নামের সর্দারনীর কাছে বিক্রি করে দেয়।

রুবেলুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।