রাজশাহী শহর রক্ষা বাঁধে ফাটল


প্রকাশিত: ০৮:১০ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৪

পানি কমার সাথে সাথে তীব্র স্রোতের কারণে ফের ভাঙতে শুরু করেছে পদ্মার পাড়। সেই সঙ্গে ফাটল দেখা দিয়েছে রাজশাহী শহর রক্ষা ৩ নম্বর গ্রোয়েনে (আইবাঁধ)।

অভিযোগ উঠেছে, পাউবো কর্মকর্তাদের গাফিলতি ও ঠিকাদারদের নিম্নমানের জিও ব্যাগ ফেলার কারণে সরকারি সোয়া কোটি টাকার প্রকল্প ভেস্তে গেছে। ফলে নতুন করে ভাঙন দেখা দেওয়ায় পদ্মা তীরবর্তী বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ দিন ধরে নতুন করে পদ্মার ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনে রাজশাহী নগরীর পশ্চিমাঞ্চল বুলনপুর, জিয়ানগর, বসরী, নবগংগা, কেশবপুর ও সোনাইকান্দির অনেক এলাকা পদ্মার গর্ভে বিলিন হয়ে গেছে। পদ্মার ভাঙ্গনে এরই মধ্যে বিলিন হয়েছে হিন্দু ধর্মালম্বীদের দাবির পরিপ্রেক্ষিতে ১৩ লাখ টাকা ব্যয়ে তৈরি করা শ্মশানঘাটটি। নদীগর্ভে বিলিন গেছে ক্ষেত-খামার ও বাড়িঘর। ভাঙ্গনে পদ্মার দুইপাড়ের হাজার মানুষ নিঃস্ব হলেও টনক নড়েনি পাউবো কর্তৃপক্ষের। রাজশাহী পাউবো সব সময় স্থায়ী পদক্ষেপ নেওয়ার ব্যাপারে উদাসীন থেকেছে। যার মাশুল দিতে হচ্ছে পদ্মাপাড়ের কয়েক হাজার মানুষকে।

রাজশাহীর পদ্মা তীরবর্তী বলনপুর ৩ নম্বর গ্রোয়েন এলাকার বাসিন্দা আব্দুল মান্নান বলেন, ‘এবার অনেক মানুষের বাড়িঘর পদ্মায় চলে গেছে। ভাঙ্গন ধরেছে ৩ নম্বর আইবাঁধেও। জোরে-শোরেই ভাঙ্গছে পদ্মা তীরবর্তী বিস্তৃর্ণ এলাকা।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।