তালায় ৮৩টি প্রাথমিকের দপ্তরি কাম প্রহরীর নিয়োগ স্থগিত
সাতক্ষীরার তালা উপজেলার ৮৩টি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীর নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন মহামান্য হাইকোর্ট। তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের রিট আবেদনের প্রেক্ষিতে এই স্থগিতাদেশ জারি করেন হাইকোর্ট।
রিট পিটিশন নং ১৮৫৮৫/১৭। বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্ত্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাময়িক এ আদেশ দেন।
জানা গেছে, উপজেলার ৮৩টি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীর নিয়োগ প্রদানের জন্য কয়েকজন ব্যক্তি বিভিন্ন প্রার্থীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। যার প্রেক্ষিতে এই রিট আবেদন করা হয়।
তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন নিয়োগ কার্যক্রম স্থগিত হওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আগামী ২৬, ২৭, ২৮ ও ২৯ ডিসেম্বর তালা উপজেলায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এ আদেশে সাময়িকভাবে দপ্তরি কাম প্রহরীর নিয়োগ পরীক্ষা স্থগিত হলো।
আকরামুল/এমএএস/আইআই