নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:২৯ এএম, ২১ ডিসেম্বর ২০১৭
ফাইল ছবি

নওগাঁর ধামইরহাট উপজেলার শিমুলতলী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এরশাদ আলী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে ভারতীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত এরশাদ আলী জেলার ধামইরহাট উপজেলার আমবাটি গ্রামের গজিম উদ্দিনের ছেলে।

বিজিবি-১৪ অধিনায়ক লে. কর্ণেল ইঞ্জিনিয়ার খিজির খান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৯ ডিসেম্বর পত্নীতলার শিমুলতলী সীমান্ত দিয়ে এরশাদ আলীসহ কয়েকজন বাংলাদেশি ফেনসিডিল নিতে সীমান্ত পেরিয়ে ভারতে যায়। সেখান থেকে বুধবার ভোরে ফেরার সময় ভারতের ভাতশালা ক্যাম্প ১২২ বিএসএফ সদস্যরা তাকে গুলি করে। এতে সে আহত হয়।

তাকে উদ্ধার করে ভারতীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যায়। মরদেহ ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান তিনি।

আব্বাস আলী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।