জলাবদ্ধতা দূরিকরণে নতুন ছড়া কাটছে সিসিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৭:৪৬ এএম, ২১ ডিসেম্বর ২০১৭

সিলেট নগরের পাঁচ এলাকাকে জলাবদ্ধতা মুক্ত করতে নতুন ছড়া কাটা শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এই নতুন ছড়া কাটার কাজ উদ্বোধন করেন মেয়র আরিফ। শ্রমিকদের নিয়ে তিনি চালিবন্দর, কাষ্টঘর ও মহাজনপট্টি এলাকায় ছড়ার ম্যাপ অনুযায়ী কাজ শুরু করেন।

জানা গেছে, ১৪ নম্বর ওয়ার্ডের মহাজন পট্টি, চালিবন্দর, ছড়ারপাড়, কাষ্টঘর, কামালগর এলাকা ঘিরে একটি জলাধার ছিল। স্থানীয়রা যেটিকে ‘জল্লা’ ছড়া বলে অভিহিত করতেন। এই জলাধারেই নগরের জনবহুল এসব এলাকার পানি এসে পড়ত।

কিন্তু কিছু ব্যক্তি এই জলাধার ভরাট করে কয়েকটি ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলায় ওই সব এলাকার লোকজনকে তীব্র জলাবদ্ধতার সমস্যায় পড়তে হয়। নগরের এই পাঁচ এলাকার জলাবদ্ধতার কথা চিন্তা করে নতুন একটি ছড়া কাটার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি করপোরেশন।

সিটি মেয়র আরিফুল হক চৌধুরী জানান, এই ছড়াটি কাষ্টঘর এলাকা থেকে ‘জল্লার’ ভেতর দিয়ে মহাজন পট্টি, চালিবন্দর, কামালগর হয়ে ছড়ারপাড়ের গোয়ালিছড়ায় গিয়ে যুক্ত হবে। আর গোয়ালিছড়া দিয়ে সরাসরি সুরমা নদীর সঙ্গে যুক্ত হবে নতুন ছড়াটি।

ছামির মাহমুদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।