ঈশ্বরদীতে ভেজাল বিরোধী অভিযানে ২ লাখ টাকা জরিমানা


প্রকাশিত: ১০:৩২ এএম, ১১ জুলাই ২০১৫

ঈশ্বরদী শহরের নূর মহল্লা এলাকায় মেসার্স নিপা স্টোরে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ ভেজাল সেমাই, সয়াবিন তেল, যৌন উত্তেজক পানীয় আটক করে ভ্রাম্যমাণ আদালত। ভেজাল পণ্য রাখার অভিযোগে ওই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। দুপুরে এ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম সেলিম। এছাড়া উপস্থিত ছিলেন বিএসটিআই’র প্রতিনিধি, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর খোকন ।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিম বলেন, নিপা স্টোর বনফুল লাচ্ছার নকল প্যাকেট বানিয়ে তাতে বর্নফুল লিখে তা দেদারসে বাজারে বিক্রি করছে। একইভাবে সয়াবিন তেল বোতলজাত করে বিক্রি করা হয়। এজন্য নিপা স্টোরের মালিক অপুকে ২ লাখ টাকা জরিমানা করা হয় যা তাৎক্ষণিকভাবে তিনি প্রদান করেন। তবে কাউকে গ্রেফতার অথবা গোডাউন সিলগালা করা হয়নি। তবে আটককৃত মালামাল পুড়িয়ে দেয়া হয়েছে।

আলাউদ্দিন আহমেদ/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।